গাইবান্ধার গোবিন্দগঞ্জে রূপালী খাতুন (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাত ১০টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী এলাকায় শয়ন ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান স্বজনরা। রূপালী ওই এলাকার শহিদুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্বজনরা জানান, বুধবার দিবাগত রাত ১০টার দিকে তারাবির নামাজের পর রূপালীকে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান তারা। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও্ই কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।