লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। বুধবার দুপুরে লাঠি হাতে নিয়ে ওই নেতা কয়েকজনকে কান ধরে উঠবস করাতে বাধ্য করেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ।
ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে তাদের বলেছি- আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। আমি আসলে যে কাজটি করেছি, তা অন্যায়।
এটা আমার করা ঠিক হয়নি। এজন্য তাদের কাছে ক্ষমা চাই। তারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজের সঙ্গে আর কখনো জড়িত হব না।
ভুক্তভোগী মুনছুরুল হক ও সাজু জানান, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতি নেতা তাদের শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তারা আইনি ব্যবস্থা নেবেন না।
সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেননি। এ ছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী অন্য কেউ যদি অভিযোগ দেন আইনিব্যবস্থা নেওয়া হবে।