মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশচেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাম দাস কানু, সুদামা রবি দাস, বিনা কানু, রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পালবাড়ি এলাকা দিয়ে মানব পাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন আটক সাতজনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। এ সময় লালারচক বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, বিজিবির দায়ের করা মামলায় আটকদের গতকাল সকালে আদালতে পাঠানো হয়েছে।