রমজান মাসে দিনাজপুরের বোচাগঞ্জে এক টাকা লাভে প্রতিটি পণ্য বিক্রি করছেন এক ব্যবসায়ী। প্রয়োজনীয় পণ্য কিনে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ওই প্রতিষ্ঠানটি ২০০ ধরনেরও বেশি সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিক্রি করছে। জানা যায়, সেতাবগঞ্জ পৌর শহরের এস এ ট্রেডার্স রমজান মাস উপলক্ষে মাত্র এক টাকা লাভে পণ্যসামগ্রী বিক্রি করছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে সেমাই, দেশি বুট, চিনি, তেল, মুড়ি, চাল, ডাল, তেল, লবণসহ প্রায় ২০০ ধরনেরও বেশি পণ্যসামগ্রী। ক্রেতা জলিল আলী বলেন, মাত্র এক টাকা লাভের দোকানে পণ্য কিনে অনেক শান্তি, কোনো দাম দর করতে হয় না। অন্যান্য দোকানের চেয়ে দামও অনেক কম। রিকশাচালক আমজাদ হোসেন বলেন, এ রকম দোকান বারোমাস চালালে ভালো হয়।
এস এ ট্রেডার্সের স্বত্বাধীকারী নাজমুল ইসলাম (সুমন) বলেন, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় রোজগার করেছি তা দিয়ে এক মাস অর্থাৎ রমজান মাস চলতে পারব। তাই আমার প্রতিষ্ঠানে ২০০-এর অধিক পণ্যসামগ্রী রমজান মাসে এক টাকা লাভে বিক্রি করছি।