চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি অটোভ্যানের যাত্রীদের গাছে বেঁধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ সময় ছিনতাইকারীরা ওই অটোভ্যানে থাকা ছয়-সাত যাত্রীর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বণালংকার এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, নজরপুর বাজারের পাশে ৯ থেকে ১০ জনের সংঘবদ্ধ কিশোর গ্যাং দেশি ধারালো অস্ত্রের মুখে ওই চাজার্র অটোভ্যানটির যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে রাখে। তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ সুপার রেজাউল করিম জানান, কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ছিনতাই করেছে এবং তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, ওই চাজার্র অটোভ্যানের যাত্রীরা পাবর্তীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে এ ঘটনা ঘটে।