ক্রমবর্ধমান অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি এবং নারীদের বিরুদ্ধে লাগাতার যৌন সহিংসতার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি। গতকাল শহরের কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতার মাত্রা চরমে পৌঁছেছে। অথচ রাষ্ট্র ও সমাজব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। ধর্ষণ মামলায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- সানি উল ইসলাম, নাহিদ আহমেদ, মাহমুদ চৌধুরি নিলয়, বুশরাত জাহান বন্নী, শারমিন শায়রা।