নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে প্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুলের সামনে থেকে অস্ত্র ক্রয়বিক্রির সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জের আমির হামজা (২০) ও হামিম (২৪)। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে।