সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে ভাসমান অবস্থায় নয়ন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নয়ন জামালপুর সদর উপজেলার আবদুল হালিমের ছেলে। সিদ্ধিরগঞ্জের ওসি জানান, নয়ন এক মাস আগে সিদ্ধিরগঞ্জে মামার বাড়িতে আসেন। তিনি বুধবার ইফতারের পর মামার বাড়ি হয়ে খোঁজ হন। গতকাল সকালে স্থানীয়রা লেকে তার লাশ ভাসতে দেখে থানায় জানান। পরিবার বলেছে নয়নের মৃগী রোগ ছিল।