চাঁদপুরে এক তরুণীকে খুন্তির ছ্যাঁকাসহ মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই তরুণীর মামা ও মামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকালে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে ওই তরুণীর বাবা সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন । গুরুতর অসুস্থ ওই তরুণী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- তরুণীর মামা রুবেল মোল্লা ও মামি রোকেয়া বেগম। রুবেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। নির্যাতনের শিকার তরুণীর বাড়ি সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে। কলেজশিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রাস্তার পাশে ২০ বছরের ওই তরুণীকে কান্না করতে দেখে তারা কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে তরুণী জানান, মামার বাসা থেকে পালিয়ে এসেছেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে এএসআই কাউসার ওই তরুণীকে উদ্ধার এবং রুবেল মোল্লা ও রোকেয়াকে থানায় নিয়ে আসেন।
নির্যাতনের শিকার তরুণী বলেন, বাড়িতে কাজ করার সময় মামি কারণে-অকারণে মারধর করতেন। মামি আমাকে পুতা, খুন্তির ছ্যাঁকা ও দা দিয়ে মেরে রক্তাক্ত জখম করেন। চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, খবর পেয়ে তরুণীকে উদ্ধার করা হয়েছে। মামলায় ওই তরুণীর মামা-মামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।