দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক প্রবাসীসহ সাতজন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
নড়াইল : আলামিন শেখের (৩২) সৌদি আরবে যাওয়ার কথা ছিল; ফ্লাইট ছিল গতকাল। বৃহস্পতিবার রাতে তিনি পরিপাটি হতে সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নছিমনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। জয়পুরহাট : ক্ষেতলাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার দুলাল (৩৫), জহুরুল ইসলাম (৪৫)। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী ট্যাংকলরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- শাওন ও শিমুল। কিশোরগঞ্জ : কুলিয়ারচরে গাড়িচাপায় আসলাম প্রামাণিক (৬৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি-কান্দিগ্রাম গণকখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার নন্দনপুরে পিকআপ ভ্যান ও ট্রাক্টর সংঘর্ষে ফজলুল হক নামে একজন নিহত হয়েছেন।