দেশের কাঙ্ক্ষিত বিনির্মাণে ও আগামী দিনে যেন আর কোনো ফ্যাসিস্ট বা লুটেরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের (এনসিবি) চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর গতকাল দলের গাজীপুর মহানগর শাখা আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর এনসিবির আহ্বায়ক ফিরোজ আহমেদ স্বপন সভায় সভাপতিত্ব করেন।