গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ঘোষিত তফসিলে আগামী ৭ মার্চ কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে ভোটার তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীকে কাউন্সিলর (ভোটার) বানানো হয়েছে। এরই প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলের বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পচারবাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির সাবেক নেতা ও কারা নির্যাতিতসহ শতাধিক স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তৃতা করেন ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রোস্তম আলী, সাদেকুল ইসলাম সাদেক, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সহসাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, বর্তমান যুগ্ম আহ্বায়ক আবদলি হাই, আবুল কালাম আজাদ, শাহারুল ইসলাম, সদস্য বাবলু সরকার, আবদুর রশিদ প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ২০২২ সালে ৬ মার্চ অনুমোদিত আহ্বায়ক কমিটি থাকাকালীন কোনো প্রকার অবহিত না করে ওই সালের ১১ নভেম্বর আরেকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়ে। ওই কমিটিতে ফ্যাসিবাদী ও তার দোসরদের স্থান দেওয়া হয়েছে।