মুকুলের ম-ম ঘ্রাণ এখন নওগাঁর বাতাসে। জেলায় আম গাছে ভালো মুকুল আসায় বাম্পার ফলনের আশা করছেন চাষিদের। কৃষিবিভাগ বলছে, এখন পর্যন্ত আবহাওয়া আম চাষের অনুকূলে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর ভালো ফলন হবে।
নওগাঁয় গত বছরের চেয়ে এবার ২০০ হেক্টর জমিতে আম বাগান বেড়েছে। আশা করা হচ্ছে, ২৫ হাজার মেট্রিক টন ফলন হবে। চাষিরা বলছেন, প্রাকৃতিকভাবে এক মৌসুমে আমের ভালো ফলন হলে পরের বার কম হয়। সে হিসেবে গত বছর নওগাঁয় আমের ফলন কম হওয়ায় এবার বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন। নওগাঁয় গত কয়েক বছরের মধ্যে এবার আমের মুকুল সবচেয়ে বেশি এসেছে। বাগানে প্রায় সব গাছেই মুকুল ধরেছে। ছত্রাকের আক্রমণ থেকে মুকুল বাঁচাতে কীটনাশক স্প্রে করছেন চাষিরা। ক্ষেত্র বিশেষে ছিটানো হচ্ছে পানি। আম গাছের গোড়াতেও পানি দিচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলায় ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ৩০ হাজার ৩০০ হেক্টর। গতবার আম উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। এবার ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। কোনো কোনো বাগানের শতভাগ গাছে মুকুল এসেছে। কোথাও এসেছে ৭০ থেকে ৮০ শতাংশ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আম চাষিদের ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি।