নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনের নেতৃত্বে গতকাল এ অভিযান চালানো হয়। অভিযানকালে রাস্তার পাশে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে আরও অর্ধশতাধিক দোকানমালিককে। ইউএনও সাজ্জাত হোসেন বলেন, রমজান মাসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট এবং ভোক্তাদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অব্যাহত থাকবে অভিযান।