বগুড়া ও কক্সবাজারে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির খবর-
বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। জেলা শহরের মালতিনগর খন্দকারপাড়ায় গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কক্সবাজারের টেকনাফে মুরগি বিক্রির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দোকানির মারধরে দিলদার মিয়া নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার মনিরঘোনা মসজিদের সামনে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দিলদার (২৭) টেকনাফের মনিরঘোনা এলাকার আবদুস সুবহানের ছেলে।