রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রি ও মজুত রাখার অভিযোগে রকি এন্টারপ্রাইজকে ২৫ হাজার ও ফৌজিয়া স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তার সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাকিব হোসাইনসহ যৌথ বাহিনীর সদস্যরা।