দিনাজপুরের বোচাগঞ্জে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে বোচাগঞ্জের ছাতইল ইউপির এক পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার বলেন, ধারণা করা হচ্ছে এটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এখন পর্যন্ত মূর্তিটি পরীক্ষা করা হয়নি, তবে বিশেজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।