হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার কেজি পচা ছোলাবুট জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ছোলাবুট নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এ সময় পচা পণ্য সংরক্ষণের অপরাধে শ্যামল দেব নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান করেন জেলা প্রশাসনের সমন্বয়ে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।