শ্রীপুরে পটকা মৌজার সংরক্ষিত বনের গাছ কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের মেরে ফেলার হুমকি দিয়েছে বনদস্যুরা। এ সময় বনভূমি থেকে ৩০টি গজারি গাছ কেটে নিয়ে যায় তারা। এ ঘটনায় বনদস্যুদের নামে থানায় অভিযোগ দিয়েছেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, অভিযুক্তরা গত বুধবার দুপুরের দিকে পটকা মৌজার সংরক্ষিত বনভূমি থেকে গাছ কেটে লরি দিয়ে নিয়ে যায়। বাধা দিলে বন কর্মকর্তা ও কর্মচারীদের মেরে ফেলার হুমকি দেয়। তারা গত মঙ্গলবার রাতে ৩০টি গজারি গাছ কেটে নিয়ে গেছে।