কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক ১ ঘণ্টা বন্ধ রেখে অবরোধ করে মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। তাদের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার নবগঠিত কমিটি যাচাই-বাছাই ছাড়াই করায় অসঙ্গতি দেখা দিয়েছে। নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, নাসিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।