বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়া ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মোক্কাস আলী শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত। ইউএনও আশিক খান গতকাল অভিযোগ পাওয়ার বিষয়টি জানিয়েছেন। উপজেলার দড়িমুকুন্দ গ্রামের রুবি আক্তার ঊর্মী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এএসআই মোক্কাস আলী বলেন, ঘুষ নেওয়া ও তদন্তে পক্ষপাতিত্বের কথা সম্পূর্ণ মিথ্যা। আমি যাথাযথ নিয়ম মেনে তদন্ত করেছি। বিষয়টি নিয়ে আগামী দুই-এক দিনের মধ্যে থানায় বৈঠক করার কথা রয়েছে। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পেলে মোক্কাস আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়টি শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।