গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গতকাল এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পাটগাতী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৪৫) টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাটগাতী গ্রামের ফহম শেখের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন। ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা চালায় তারা।
গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই রাব্বি মোরসালিন।