দেশের অটোমোবাইল খাতে নাসির সিন্টেক্স মোটরস লিমিটেড কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে উন্নত প্রযুক্তি ও উচ্চমানের যানবাহন প্রচলনের মাধ্যমে কার্বন নিঃসরণ ও পরিবেশের ক্ষতিকর প্রভাব কমানো।
প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি টু-হুইলার বাজারে প্রবেশ করছে। ফরাসী কারিগরী ক্ষমতা সংযোজনের মাধ্যমে তৈরি কারখানায় ইঞ্জিন বিশিষ্ট বাইকের জন্য ফ্রান্সের পেজো (PEUGEOT) এবং ইলেকট্রিক বাইকের জন্য চীনের সুপরিচিত লিমা (LIMA) ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে যানবাহন উৎপাদন ও পরীক্ষা শুরু হয়েছে। দেশীয় প্রশিক্ষিত কর্মীদের সমন্বয়ে তৈরি এই ফ্যাক্টরী বাংলাদেশের আবহাওয়া ও রোড কন্ডিশনের উপযুক্ত টু-হুইলার উৎপাদন করছে।
প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুম এবং দেশের বিস্তৃত ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর বিশিষ্ট স্কুটার প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রেখেছে। সকল ক্রেতা এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা