কক্সবাজারের হিমছড়িতে গোল্ড স্যান্ডস্ গ্রুপের নতুন ৪ তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস-এর সফট ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনের এই অনন্য স্থানে নির্মিত হোটেলটি পরিচালনা করছে আমেরিকার শীর্ষমানের হোটেল চেইন Best Western। কক্সবাজারে এটি একমাত্র হোটেল যেখানে প্রতিটি স্যুইট থেকেই পাহাড় ও সমুদ্রের অবারিত সৌন্দর্য দেখা যায়।
দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, ফিতা কাটা, ঘোড়ার গাড়ি প্রমোশন, মেরিন ড্রাইভে লাইটিং, সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সার এনগেজমেন্ট, মিউজিক্যাল বারবিকিউ নাইট এবং পুলসাইড ডিনারসহ নানা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ড স্যান্ডস্ গ্রুপের সিইও, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।