রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে শেষ হলো এক্সট্রিম স্পোর্টস আয়োজিত কর্পোরেট ফুটসাল কাপ সিজন-১।
দুই দিনব্যাপী (৭ ও ৮ নভেম্বর) এই প্রতিযোগিতা প্রাণবন্ত লড়াই, বন্ধুত্ব ও খেলাধুলার চেতনায় ভরপুর ছিল। এতে অংশ নেয় ১২টি কর্পোরেট দল।
অংশগ্রহণকারী দলগুলো হলো- অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, অপটিমাইজলি, জে টি আই (JTI), রেডিয়েন্ট ডাটা সিস্টেম, ফ্যাশন হাউস, আহসান গ্রুপ, শপআপ, পিএইচ ফ্যাক্টর, টেক ডাইভার্সিটি, মেট্রো এস্কেপ এবং সজীব গ্রুপ।
দুই দিনব্যাপী জমজমাট প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। কাপ চ্যাম্পিয়ন: ফ্যাশন হাউস, কাপ রানার-আপ: শপআপ, প্লেট চ্যাম্পিয়ন: অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্লেট রানার-আপ: পিএইচ ফ্যাক্টর, বোল চ্যাম্পিয়ন: জে টি আই, বোল রানার-আপ: রেডিয়েন্ট ডাটা সিস্টেম।
প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট ফুটসাল কাপ সিজন-১ বাংলাদেশের কর্পোরেট খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে। আয়োজক এক্সট্রিম স্পোর্টস জানায়, এই সাফল্যের ধারাবাহিকতায় তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কর্পোরেট স্পোর্টস আয়োজনের পরিকল্পনা করছে যাতে কর্মজীবী মানুষের মধ্যে ফিটনেস, টিমওয়ার্ক ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও প্রসারিত হয়।
টুর্নামেন্টের স্পনসর হিসেবে সহযোগিতা করে আহসান গ্রুপ, কোকা-কোলা, স্পোর্টস ওয়ার্ল্ড, টি স্পোর্টস এবং এয়ারঅস্ত্রা। তাদের সহায়তায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। প্রত্যেকটি ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়, যাতে দর্শকরা দেশজুড়ে খেলার প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ