বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের নামে একটি ভিডিও সম্প্রতি ব্যাপক প্রচারিত ও সমালোচিত হয়েছে। যা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও এডিটেড বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।
বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
তিনি রবিবার জানান, ফেইক ও এডিটেড ভিডিওর মাধ্যমে মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবেন। এসময় তিনি মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে কাজী রফিকুল ইসলামের একটি ফেইক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এডিটেড ভিডিওটিতে দেখা যায়, তিনি বক্তব্যে বলছেন, ধানের শীষ মানেই নৌকার বিজয়। যা সম্পূর্ণ মিথ্যা ও নকল।
কাজী রফিকুল ইসলাম বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমাকে রাজনৈতিভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আমার বক্তব্য ছিল, 'ধানের শীষ মানে জনতার বিজয়।' এই বক্তব্যকে বিকৃত করা হয়েছে।
কাজী রফিকুল ইসলাম তার ভেরিফায়েড আইডিতে প্রকাশিত বক্তব্যের মূলভিডিও অনুযায়ী তথ্য যাচাই করে সঠিকভাবে প্রচার করার অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/এমই