বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মাণসামগ্রী এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্যসামগ্রী নিয়ে রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে এ প্রদর্শনী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘৯ম বাংলাদেশ বিল্ডকন ২০২৫’ এবং বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ‘৯ম বাংলাদেশ উড অ্যান্ড মেটাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীটির নলেজ পার্টনার ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি)।
এ প্রদর্শনীতে ভারত, চীনসহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। প্রদর্শনীতে নানা ধরনের পণ্য, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— কন্সট্রাকশন মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, ব্যাচ প্লান্ট, পাওয়ার টুলস, কংক্রিট ব্লক মেশিন, এইচডিপিই ফিটিংস, ইলেকট্রোফিউশন ফিটিং, পিপিআর ফিটিং, বিল্ডিং ক্ল্যাডিং, হলো, ইন্টারব্লকিং ব্রিক মেশিনস, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইনসুলেটিং গ্লাস প্রোডাকশন লাইন, ডেকোরেটিভ পিভিসি ফিল্ম ফর ডোরস অ্যান্ড ওয়ালস ক্ল্যাডিংস, অ্যালুমিনিয়াম উইনডো ফেব্রিকেটিং মেশিন, প্লাস্টিক/ডব্লিউপিসি/ইউপিভিসি ডোরস, ফার্নিচার ও ওয়াল ক্ল্যাডিং ইত্যাদি।
এ ছাড়া পিবিভি পাইপ গ্লু, পাইপ ক্ল্যাম্প, ফ্লোর ড্রেন, ইউভি ফ্ল্যাটবেড প্রিন্টার, গ্লাস প্রিন্টার, উড বোর্ড প্রিন্টার, ডোর প্রিন্টার, ইউভি সিলিন্ডার প্রিন্টার, পিভিসি বল ভালভ, অ্যাংগেল ভালভ ও ফিটিংস, বাট ফিউশন মেশিন, ব্যান্ড স' মেশিন, ওয়ার্কশপ ফিটিং মেশিন, হটমেল্ট অ্যাঢেসিভ, কার্বন ডাই-অক্সাইড, সিএনসি রাউটার, ফাইবার লেজার মেশিন, এজ ব্যান্ডিং মেশিন, পাইপ বেন্ডিং মেশিন, মেলামাইন গ্রেইন পেপারসহ সংশ্লিষ্ট একাধিক পণ্য প্রদর্শিত হচ্ছে। সব ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দর্শনার্থীরা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ