রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিল ভিভো। বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২৫-এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে প্রথম মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট ‘ভিভো ভিশন’। মঙ্গলবার চীনের বোয়াও হাইনানে চার দিনব্যাপী বার্ষিক এই সম্মেলন শুরু হয়।
বোয়াও ফোরামের চতুর্থ সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে ভিভো তাদের ব্লু টেকনোলজি ম্যাট্রিক্স (ব্লুইমেজ, ব্লুএলএম, ব্লুওএস, ব্লুচিপ, ব্লুভোল্ট), সিক্সজি প্রযুক্তির অগ্রগতি এবং বাজারে আসতে যাওয়া নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০ আল্ট্রা প্রদর্শন করেছে। ভিভো এক্স২০০ ফোনটিকে এবারের সম্মেলনের অফিশিয়াল স্মার্টফোন হিসেবেও ঘোষণা করা হয়েছে।
ভিভোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ অপারেটিং অফিসার ও ভিভো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হু বেইশান ‘ভিভো রিলিজ মোমেন্ট’ সেশনে ’হিউম্যানিটি ইন দ্যা ফিউচার অফ টেকনোলজি বাই ভিভো’ শীর্ষক বক্তব্য দেন। ভিভোর গত তিন দশকের অগ্রযাত্রা তুলে ধরেন তিনি।
হু বেইশান ভিভোর প্রথম মিক্সড রিয়েলিটি হেডসেট ‘ভিভো ভিশন’ উন্মোচন করেন। এটি মিক্সড রিয়েলিটি (এমআর) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় হু বলেন, ভিভো তার ইমেজিং দক্ষতা, এআই এবং রিয়েল-টাইম স্পেসিয়াল কম্পিউটিংয়ের মাধ্যমে আরও বাস্তবসম্মত ডিজিটাল অভিজ্ঞতা দিতে চায়। আগামী মাসে ভিভোর সর্বশেষ ইমেজিং টেকনোলজির ভিভো এক্স২০০ আল্ট্রা উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই