লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের সাব ৬ এস পিলালের কাছে। নিহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ’র টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় তাকে ভারতীয় বিএসএফ’র গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ। সীমান্তের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্রটি আরও জানায়, সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে নাম না প্রকাশের শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গিমারী সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন- হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ