গাজীপুরের টঙ্গী মার্কেট এলাকায় (৪) বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে সজিব (১৬) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার বিকালে। আটককৃত সজিব জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
জানা যায়, একই এলাকায় বসবাস করার সুবাধে উভয়ের সাথে পরিচয় হয়। বিকালে চারটায় ওই বখাটে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাগাড় পাঠানপাড়া এলাকায় নির্জনস্থানে নিয়ে যৌন হয়রানি করে। পরে বিষয়টি শিশুর পরিবার ও স্থানীয় লোকজন জানতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ সজিবকে আটক করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/এএম