ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে মোছা. হাসনা বেগম (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার বিকালে বাড়ির সামনে ফসলি ক্ষেতে বৃষ্টির মধ্যে ধান কাটছিলেন বাবা নুরুল হক। এসময় বাবাকে প্লাস্টিকের কাগজ দিতে গিয়ে বজ্রপাতের শিকার হন হাসনা বেগম। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম