বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বাংলাদেশের কৃষকরা গত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের কৃষকরা গত সাড়ে ১৫ বছরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি কোন কৃষক বিএনপিকে সমর্থন করেছে তারা ঘরে ঘুমাতে পারেনি। তারা তাদের ফসল ফলাতে পারেনি।
বুধবার বিকেলে সরকারি সাঈদ আলতাফুনেচ্ছা কলেজ মাঠে ক্ষেতলাল উপজেলা ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি যখনই ভোটের কথা বলে যেসব দল জনগণের ভোট পাওয়ার কোন সম্ভাবনা নাই, ভোটের কথা বললে তাদের গায়ে জ্বর আসে। আমরা কি সারা জীবন ভোটের জন্য অপেক্ষা করবো?
সম্মেলনে প্রধান বক্তা বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের দল। বিএনপির একমাত্র দল জনগণের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামীতে অচিরেই মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে তারপরে ঘরে ফিরবে বিএনপি।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে। এ সময় শস্য বীমা, খাল খনন কর্মসূচি, সমবায়ভিত্তিক চাষ পদ্ধতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বিনা সুদে কৃষি ঋণ, দেশে বিশেষায়িত কোল্ড স্টোরেজ চালুসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শফিউল আলম শফি,প্রচার সম্পাদক সামছুর রহমান শামস, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ