ঢোলের তালে মুহুর্মুহু আঘাত, প্রতিরোধের খটখট শব্দে মুখোরিত হয়ে উঠেছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলাটি উপভোগ করতে চারদিকে উৎসুক জনতার ভিড়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন রূপে ফিরিয়ে আনতে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজন এই খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে জেলার ঐতিহ্যবাহী শহীদ খুশি রেলওয়ে মাঠে খেলা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটে আসেন মাঠে। খেলায় রাজবাড়ী প্রেসক্লাব টিম এবং বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী ও রেহেনা ফাউন্ডেশন টিমের খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।
লাঠি খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, দীর্ঘদিন পর জেলা প্রশাসনের বৈশাখের আয়োজন সুন্দর ছিল। প্রত্যেকটা অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ছিল। বৈশাখের বিকালে লাঠি খেলার প্রতিযোগিতা ভালো হয়েছে। ঢোলের তালে তালে লাঠির ছন্দ সবাইকে মুগ্ধ করেছে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দীর্ঘদিন পর লাঠি খেলা দেখে আমি ছোট বেলায় ফিরে গিয়েছি। বৈশাখ উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানে আমাদের লক্ষ্য ছিলো রাজবাড়ীতে আবার সেই গ্রামীণ ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরা। এবারের সবগুলো আয়োজনে দর্শকদের সাড়া দেখে আমরা অভিভূত হয়েছি।
খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খোন্দকার আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হিরন, ক্রীড়া সম্পাদক আবুল কালাম, সদস্য এম দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিডি প্রতিদিন/এএম