যশোরে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার টাকাসহ একজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মকর্তারা। আটক রাসেল রানা (৩০) সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি উত্তরপাড়ার মনসুর মোল্যার ছেলে।
বুধবার দুপুরে গাইদগাছি গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ২০ হাজার টাকাসহ রাসেল রানাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি টিম নিয়ে তিনি গাইদগাছি এলাকায় অভিযান চালান। এসময় ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয় রাসেল রানাকে।
আসলাম হোসেন আরও জানান, অধিদপ্তরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এএম