লতা ও মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের জন্য ফেলা জাল ও বিপুল খুটি উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব উদ্ধার করা হয়। অভিযানে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের একটি দল সহায়তা করেছে।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, লতা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের জন্য ফেলা ১২০টি চরঘেরা জাল, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কোনা জাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও এক হাজার ৬০০ খুটি উদ্ধার করা হয়। পরে সব পুড়িয়ে ফেলা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম