ঢাকার মুগদা এলাকায় ভূমিকম্প নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ভূমিকম্পের সময় মাকসুদ নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মুগদা ওয়াসা রোডের একটি নির্মানাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন ৫০ বছর বয়সী মাকসুদ। ভূমিকম্পের সময় তিনি ভবনের উপরে ছিলেন, ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন। বাইরে আসার পরপরই ওই ভবনেরই ছাদের রেলিং ভেঙে পাশের ভবনের উপর পড়ে, সেখান থেকে তার মাথায় পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।
থানার এসআই উত্তম মিত্র জানান, নিহত মাকসুদের বাড়ি নোয়াখালীর রামগতি থানার চরসীতা গ্রামে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে।
দেশে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই ভূমিকম্পে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ