ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ, রাজধানীর বিভিন্ন এলাকায় আহত কমপক্ষে ২১ জনকে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ পর্যন্ত ২১ জন আহত হয়ে এ হাসপাতালে এসেছেন। এর মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। তার অবস্থা কিছুটা গুরুতর। অন্যদের শরীরে আঘাত লেগে কেটে গেছে অনেকের হাত, পায়ে ফ্রাকচার হয়েছে। আহতরা সবাই রাজধানীর বাসিন্দা।
এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
বিডি-প্রতিদিন/শআ