বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্প চেক পয়েন্টে ১২ লিটার দেশীয়মদসহ একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত তল্লাশি চলাকালে শুক্রবার বিকেলে একটি বাস থেকে ১২ লিটার দেশীয় মদ জব্দ করে সেনাবাহিনী। পরে টিটু দেব (৩৬) নামে মাদক বহনকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানায়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক