এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনালে ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে ম্যাচের শেষ বলে নিজের বড় ভুলটি ভুলতে পারছেন না অধিনায়ক ও উইকেটরক্ষক আকবর আলী। সেই ভুলের কারণেই ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায় বলে মনে করছেন তিনি।
শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। ব্যাটাররা ২ রান নেওয়ার পর আকবর অযথা থ্রো করলে ওভারথ্রো থেকে আরও ১ রান পায় ভারত। ফলে ম্যাচ টাই হয়ে যায়। যদিও সুপার ওভারে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।
ম্যাচ শেষে আকবর বলেন,‘আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চাইছি। জানতাম ৪ রান দরকার, কিন্তু তখন কীভাবে যেন বলটা থ্রো করে ফেললাম।’
সেই সঙ্গে ইয়াসির রাব্বি ও এসএম মেহেরবের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। রিপন মণ্ডলের ১৯তম ওভারকেও ম্যাচের টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন আকবর।
শেষ ওভারে রাকিবুলের ওপর ভরসা রাখলেও ক্যাচ মিস ও ফিল্ডিং ভুলে ম্যাচ জটিল হয়ে যায় বলে জানান তিনি।
২৩ নভেম্বর ফাইনালে পাকিস্তান ‘এ’ অথবা শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে ভুল শুধরে সেরা পারফরম্যান্স দিতে চান আকবর।
বিডি-প্রতিদিন/আশফাক