জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাই কোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। এ রায় ঘোষণা কেন্দ্র করে ঢাকা ছাড়াও সাতটি জেলার বিভিন্ন স্থানে যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন এবং ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঢাকার আশুলিয়া, সিলেট এবং কুমিল্লায় গাড়িতে আগুন দিয়ে নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। একই সঙ্গে বগুড়া, পটুয়াখালী ও কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে কিছু দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন। সকাল ১০টায় শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবিরহাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সন্ধ্যায় উত্তরার আহলিয়া এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। আগুনে একটি প্রাইভেট কার পুড়ে গেছে।
এর আগে গতকাল সকাল থেকেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয় ট্রাইব্যুনাল ফটককে কেন্দ্র করে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয় সাঁজোয়া যান, জলকামান ও এপিসি। সাদা পোশাকে কঠোর নজরদারি করেন গোয়েন্দারা। হাই কোর্ট এলাকার ভিতরে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়। ব্যারিকেড দিয়ে দুপুর পৌনে ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয় সড়কের যান চলাচল। কাউকে সন্দেহ হলেই চালানো হয় তল্লাশি। তবে রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রায় ঘোষণা হওয়ার শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল এলাকায় সরেজমিন এমন চিত্র দেখা গেছে।
ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদ রানা বলেন, সম্ভাব্য সব ঝুঁকি মাথায় নিয়েই আমরা দায়িত্ব পালন করছি। ট্রাইব্যুনালের ভিতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিন দেখা যায়, হাই কোর্টের মৎস্য ভবনসংলগ্ন গেট ও মাজার গেট, শিক্ষা ভবন এলাকা, কদম ফোয়ারা ও দোয়েল চত্বর এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। রায় ঘোষণার দিনকে উচ্চঝুঁকির সকাল বিবেচনায় নিয়ে সকাল ৮টা থেকে মাজার গেটের সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। জনভোগান্তি কমাতে দুপুর পৌনে ১২টায় সড়কের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নারায়ণগঞ্জেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত টহলসহ কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৩৬ ঘণ্টায় নাশকতা প্রস্তুতির অভিযোগে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় দেখা যায়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায় দূরপাল্লার গাড়ি। অন্যান্য দিনের তুলনায় যাত্রী কিছুটা কম হলেও ভিড় ছিল।
রবিবার রাত দেড়টায় সিলেটের পাঠানটুলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে অন্তত ১২টি যানবাহন পুড়ে গেছে। এগুলোর মধ্যে পুলিশের একটি গাড়িও রয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, লালবাগ, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মিরপুর বিভাগ ২৫ জনকে গ্রেপ্তার করেছে।
ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর গতকাল দুপুরে গোপালগঞ্জের সদর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ।
ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা জামায়াত নেতা ফজলুল হক মোল্লার একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুল হক মোল্লা রাতে পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের পাশে রাখেন। ভোরে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
গতকাল ভোরে ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকা- ঘটেছে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে রবিবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। এর একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ছাড়া ঢাকার ধামরাই ও সাভারে রবিবার রাতে প্রায় এক ঘণ্টার মধ্যে দুটি বাসে আগুন দেওয়া হয়। গতকাল ভোরে সাভারে একটি মিনিবাসে অগ্নিকান্ড ঘটে। রবিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই রিকশাচালক আহত হন।
গতকাল ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রবিবার রাত ২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রবিবার রাত দেড়টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের পাশের একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে এক দল ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করে।
একই রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেন মাস্ক পরা এক ব্যক্তি। গতকাল ভোরে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই সময়ে বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।