বাংলাদেশের ঐতিহ্য, নকশা-সংস্কৃতি ও টেকসই ভবিষ্যৎ ভাবনাকে নতুন পরিসরে তুলে ধরে সোনালি আঁশের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো ‘দ্য সোল অব জুট’ প্রদর্শনী। ট্রাভেল ম্যাগাজিন ‘ভ্রমণ’, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডপিসি) এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ তিন প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রদর্শনীতে ঐতিহ্যবাহী পাটশিল্পকে আধুনিক নকশা, কারুকাজ ও টেকসই উদ্ভাবনের ভাষায় পুনরায় ব্যাখ্যা করা হয়েছে। এতে প্রথাগত তৈরি শিল্পকর্ম থেকে শুরু করে নতুন প্রজন্মের ডিজাইনারদের পণ্যসহ ১৫০টির বেশি পণ্য স্থান পেয়েছে।
বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সব শ্রেণির দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে গ্যালারিপ্রাঙ্গণ। আগামীকাল শেষ হবে তিন দিনের এ প্রদর্শনী।