‘নাসির সিন্টেক্স মোটরস লিমিটেড’ দেশে অটোমোবাইল খাতে তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্য সুপরিসরে কার্যক্রম শুরু করেছে। কোম্পানিটির কারখানায় ফরাসি কারিগরি সক্ষমতায় সংযোজনের মাধ্যমে টু-হুইলার বাহন (বাইক) প্রস্তুত এবং পরীক্ষা শুরু হয়েছে। ফ্রান্সের প্রখ্যাত পেজো ও চীনের সুখ্যাত ব্র্যান্ড লিমা পার্টনার হিসেবে কাজ করেছে। ‘নাসির সিন্টেক্স মোটরস লিমিটেড’ নাসির গ্রুপের নবতম উদ্যোগ। বিজ্ঞপ্তি