ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, এ দেশ আউলিয়াদের দেশ। তরিকত ও তাসাউফপন্থি শান্তিকামী মুসলিমরা জনগণকে সব সময় সঠিক পথ প্রদর্শন করে আসছেন। কিন্তু দেশ ও বিদেশের কিছু বিভ্রান্ত পক্ষ আমাদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, যে কোনো কারণে মতপার্থক্য ও মাজহাব মিল্লাতে আঘাত নয়। অনৈক্য ও মতপার্থক্য নয়, বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যের মধ্যেই রয়েছে শান্তির সুবাস। রাজধানীর একটি হোটেলে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান আল্লামা মুফতি কাজী মঈন উদ্দীন আশরাফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক সাইয়েদ ড. আবদুল্লাহ আল মারুফ। উপস্থিত ছিলেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ, অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজনগরী, মাওলানা এম এ মতিন, মাওলানা অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, মাওলানা স উ ম আবদুস সামাদ প্রমুখ।