বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের আগামী মৌসুমে ড্রাফটের পরিবর্তে খেলোয়াড়দের নিলাম হবে। ১২তম আসরের নিলাম ২৩ নভেম্বর রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ বছরের মধ্যে এই প্রথম নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হবে। এর আগে ২০১২ এবং ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ৯ আসরে খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আগামী আসরে ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স অংশ নেবে। সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ছয়টি স্থানীয় খেলোয়াড়ের বিভাগে ফ্র?্যাঞ্চাইজি বিড ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা এবং পাঁচটি বিদেশি বিভাগে ১ হাজার ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের মাধ্যমে কমপক্ষে ১১ জন স্থানীয় এবং কমপক্ষে দুজন বিদেশি খেলোয়াড় নিয়োগ করতে হবে। নিলামের আগে বিভাগ ‘এ’ বা ‘বি’ থেকে সরাসরি দুজন স্থানীয় খেলোয়াড়কে দলে নিতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের জন্য ৪.৫ কোটি টাকা (দুটি সরাসরি সাইনিং বাদে), যেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার (সরাসরি স্বাক্ষরসহ) নির্ধারণ করা হয়েছে।