ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে সিভিল ডে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে গতকাল ক্যাম্পাসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, খণ্ডকালীন শিক্ষক অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ রাশিদুল হাসান প্রমুখ।
পরে ‘ঢাকা শহরের পরিবহন পরিকল্পনা এবং পরিবহন খাতে ভবিষ্যৎ সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার ডি. এম. গিয়াস মালিক। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।