বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ‘হিল হাফ ম্যারাথন সিজন টু’। গতকাল ভোর ৬টায় শহরের রাজার মাঠ থেকে প্রতিযোগিতা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল ও স্থানীয় দৌড়বিদসহ মোট ৪৯০ জন প্রতিযোগী এতে অংশ নেন। এর মধ্যে ৬৫ জন নারীও আছেন। বান্দরবান হিল রানার্স-এর উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান পৌরসভা সার্বিক সহায়তা দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ন রশীদ, বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান, বান্দরবান হিল রানার্স-এর আহ্বায়ক শহিদুর রহমান সোহেলসহ অন্য কর্মকর্তারা।