‘জীবাশ্ম জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তোল’- এ স্লোগানে রাজশাহীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরের লালনশাহ মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এফআইএ, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশটি ছিল ‘গ্লোবাল রেড ক্যাম্পেইন’-এর অংশ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ১ শতাংশ মানুষ অন্য ৯৯ শতাংশ মানুষকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের পরিবেশবিনাশী কার্যক্রমের কারণে জলবায়ু পরিবর্তন আরও তীব্র হচ্ছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, জীববৈচিত্র্য ও সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থার পরিবর্তে সবুজ, টেকসই ও প্রাণবৈচিত্র্যভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
সমাবেশে বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল ও বাংলাদেশের পক্ষে ধারণাপত্র পাঠ করেন।