দুর্ঘটনায় নিহত-আহত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন কমিটি গঠনের দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় মানবাধিকার, শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ২৯টি সংগঠনের এই ফোরাম। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফোরামের ভারপ্রাপ্ত সদস্যসচিব ও সেফটি অ্যান্ড রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিয়া। অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে তিনি ১২টি দাবি তুলে ধরেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর প্রমুখ।
লিখিত বক্তব্যে সেকেন্দার আলী মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনার তদন্ত, বিচার, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, সেফটি কমিটি গঠন, আইন সংশোধন এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি করা হয়।