কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চারজন এবং জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন করে প্রচারণায় রয়েছেন।
বিএনপির প্রার্থীরা হলেন- দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম. ওসমান ফারুক, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, যুববিষয়ক সম্পাদক করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন। জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান ও ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার চাচাতো ভাই ও শিক্ষামন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন টুটুল বলেন, ডক্টর ওসমান ফারুক শুধু সফল শিক্ষামন্ত্রীই ছিলেন না; এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন করেছেন। সে কারণে সহজেই নির্বাচনি বৈতরণী পার হতে পারবেন তিনি। দল তাকে মূল্যায়ন করবে বলে উল্লেখ করে টুটুল বলেন, খুব শিগগির দেশে ফিরে নির্বাচনি প্রচারণায় নামবেন তিনি। অ্যাডভোকেট জালাল মো. গাউস বলেন, দলের সংকটময় সময়গুলোতে নেতা-কর্মীদের পাশে থেকে উৎসাহ জুগিয়েছি, দলকে সুসংগঠিত করেছি। ২০১৮ সালের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলেও পরে জোটের স্বার্থে সরে দাঁড়াই। কিন্তু রাজপথ ছাড়িনি। ত্যাগী হিসেবে এবার দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা করি। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, আগামী নির্বাচনে যে ক্যাটাগরিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, সব বিষয়ই আমার মধ্যে বিদ্যমান। ফলে আমি আশাবাদী দল আমাকেই মনোনয়ন দেবে।
ভিপি সাইফুল ইসলাম সুমন বলেন, বিগত ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, জেলে গিয়েছি। তৃণমূলের সঙ্গে সম্পর্ক রেখে আন্দোলনকে ত্বরান্বিত করেছি। মানুষের সুখে-দুখে সবসময় পাশে থেকেছি। আশা করি ত্যাগী হিসেবে দল আমাকে মূল্যায়ন করবে। জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে পরিবর্তন আনতে চাই এবং মানুষ পরিবর্তনের পক্ষে। প্রার্থিতা ঘোষণার পর থেকে এলাকায় নানাভাবে কাজ করছি। এসব বিবেচনায় মানুষ আমাকে সহজে গ্রহণ করবে বলে আমি আশাবাদী।
ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার বলেন, আমরা নতুন সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।