চলতি বছরের অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোতে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার। এর আগের মাস সেপ্টেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।
আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩২ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাহ।